সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলূইগাছা, কাকডাঙ্গা, হিজলদী ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪ ও ৫ আরবি থেকে ৩০০-৪০০ গজ বাংলাদেশের ভেতরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। একইভাবে তলূইগাছা বিওপির টহলদল সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি এলাকা থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করে।
এছাড়া মাদরা বিওপির দল ভাদিয়ালী গ্রাম থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কালিয়ানী গ্রাম থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
সব মিলিয়ে ৫ লাখ ১১ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এভাবে ভারতীয় পণ্য প্রবেশের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে। স্থানীয় জনগণ বিজিবির এ ধরণের দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে সাধুবাদ জানিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।