অনলাইনসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

সাতক্ষীরার কুখরালীতে নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), এসডি হাসপাতাল এবং বণিকবার্তার যৌথ আয়োজনে নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভার কুখরালী বোসপাড়ায় পরিচালিত এই স্বাস্থ্য ক্যাম্পে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন সাতক্ষীরা এসডি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোসাদ্দেক হোসেন।

ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, বণিক বার্তার সাতক্ষীরা প্রতিনিধি গোলাম সরোয়ার, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসট্যান্ট মুজাহিদুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব, সাংগঠনিক সম্পাদক ফরিদ গাজী, সদস্য মাসুদ হাসান প্রমুখ।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে গ্রাম থেকে সবকিছু হারিয়ে বাধ্য হয়ে শহরে এসেও এসব নি¤œ আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। নগরের নানা সংকটের মধ্যে তাপপ্রবাহ তাদের জীবন এবং জীবিকাতে ভীষণভাবে প্রভাব ফেলছে। এতে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন। এ স্বাস্থ্যসেবা ক্যাম্প কিছুটা হলেও তাদের উপকারে আসবে।

ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে কোহিনুর বেগম নামে এক নারী বলেন, আমাদের পাড়ার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমতো ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলে অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *