নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন মিটিং
প্রেসবিজ্ঞপ্তি: ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে। আরা সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড-এর সহযোগিতায় ওই মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক তাসরিনা খাতুন, পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা কমিটির সভাপতি ফরিদা আক্তার বিউটি । এছাড়া উপস্থিত ছিলেন সেলিনা আক্তার, প্রভাষক দিলারা আক্তার, ফাতেমা খাতুন, রায়হাতুল জান্নাত, মরিয়ম সুলতানা প্রমুখ।