কালিগঞ্জে জমি বিরোধে ছোট ভাইকে কুপিয়ে জখম করেছে বড় ২ ভাই
ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মনিরুল ইসলাম নামে এক ভার্সিটি পড়ুয়া ছোট ভাইকে উপর্যপুরী দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বড় ভাই রফিকুল ইসলাম ও মেজ ভাই প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। ওই সময় রক্তাক্ত গুরুতর আহত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনিরুল ইসলামকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর )বেলা ১০ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মনিরুল ইসলাম উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল আজিজ গাজীর ছেলে।
হাসপাতালে মনিরুল ইসলাম ও তার ভাই জাকিরুল ইসলাম সাংবাদিকদের জানায়, বাবার মৃত্যুর পর থেকে সে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনোর সুযোগে তার বড় ভাই রফিকুল ইসলাম এবং মেজ ভাই কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নেতা শফিকুল ইসলাম তার জমি দখল করে ভোগ দখল করে আসছে।
শনিবার বেলা আনুমানিক ১০ টার দিকে নিজের জমি চাইতে গেলে ওই সময় দা দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত ভাবে ফেলে পালিয়ে যায়। পরে তাকে প্রতিবেশীরা উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ঘটনার সত্যতা জানার জন্য বড় ভাই রফিকুল ইসলাম এবং প্রধান শিক্ষক মেজ ভাই শফিকুল ইসলামের নিকট ফোন দিলে তিনি রিসিভ না করে কেটে দেন।
প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে স্কুলের শিক্ষক নিয়োগে অর্ধ লক্ষ টাকা বাণিজ্যের অভিযোগে তার বিরুদ্ধে সড়ক অবরোধ সহ ছাত্র অভিভাবকরা কয়েক মাস ধরে তাকে বহিষ্কারের দাবিতে আন্দোলন করে আসছে। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে এলাকার ছাত্র শিক্ষক অভিভাবকরা ঘরে ফিরে যায়। এরপর থেকে সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।.