স্ত্রীর বিদায়ে ভেঙে পড়া স্বামী, প্রকাশ্যে দুধ স্নানে হতবাক গ্রামবাসী
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। স্ত্রীর বিচ্ছেদের কষ্ট সামলাতে না পেরে হাবিবুর রহমানের ছেলে আহসান হাবিব জনসম্মুখে দুধ দিয়ে স্নান করেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঘটনার পর গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সূত্রে প্রায় দেড় মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয় আহসানের। শুরুর দিকে সংসার ভালো চললেও কিছুদিনের মধ্যেই দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়।
আহসানের অভিযোগ, সংসারের উন্নতি সাধনে তিনি অনেক টাকা ব্যয় করে বিদেশে গিয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে দীর্ঘদিন সেখানে থাকতে না পেরে আর্থিক ক্ষতির মুখে দেশে ফিরতে হয় তাকে। বর্তমানে তিনি চরম অর্থকষ্টে আছেন। আর এই অবস্থায় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন বলে দাবি করেন তিনি।
নিজের অভিমান ঝেড়ে আহসান হাবিব বলেন, যখন আমার কাছে টাকা ছিল, তখন সে ভালোবেসে আমাকে বিয়ে করেছে। আর এখন আমি অর্থসংকটে আছি এজন্য আমাকে ছেড়ে চলে গেছে।
স্ত্রীর প্রস্থান সহ্য করতে না পেরে প্রকাশ্যে দুধ দিয়ে স্নান করার এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।