কালিগঞ্জে মিট দ্যা স্টুডেন্ট অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে “সুশিক্ষিত শিক্ষার্থী, সমুন্নত পৃথিবী” এই স্লোগানে মিট দ্যা স্টুডেন্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় জেলা প্রশাসক বলেন, সুশিক্ষিত শিক্ষার্থী, সমুন্নত পৃথিবী। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামীর বাংলাদেশ। শিক্ষার্থীদের পড়াশুনা ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারন করতে হবে। ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম ও টাইম মেনে পড়াশুনা করার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনটা অনেক কঠিন ও বাস্তব। সেই বাস্তবতা মেনে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে।
কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম আকরাম হুসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জেলা পরিষদের সিও মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী শফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।
এসময় কালিগঞ্জ উপজেলা বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ থেকে শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীরা মিট দ্যা স্টুডেন্টস অংশগ্রহণ করেন।