সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ ৯৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কুশখালী, কাকডাঙ্গা, ভোমরা, ঝাউডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এবং কালিয়ানী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র আভিযানিক দল কলারোয়া থানাধীন ছবেদার মোড় বাগাডাঙ্গীর মোড় নামক স্থান থেকে ৩ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি আটক করে।একই দিনে কুশখালী বিওপি’র দল সাতক্ষীরা থানাধীন শ্মশ্বান ঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, মাদরা বিওপি’র দল সদর থানাধীন তেতুলতলা এলাকা থেকে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি, ভোমরা বিওপি’র দল কলারোয়া থানাধীন ফলমোড় এলাকা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ এবং চান্দুরিয়া বিওপি’র দল গোয়ালপাড়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ জব্দ করে।
অন্যদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালচত্তর এলাকা থেকে ২৪ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ এবং কালিয়ানী বিওপি’র দল একই থানার কালিয়ানী এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। সব মিলিয়ে মোট ৭ লাখ ৯৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল বাংলাদেশে পাচার করছিল। এসব চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব আয়ও ব্যাহত হচ্ছে। উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
স্থানীয় জনগণ বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযানের প্রতি সাধুবাদ জানিয়ে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানান।