সাতক্ষীরায় ১০ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশী বংশোদ্ভুত দুইজন ভারতীয় নাগরিকসহ ১০ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ১০জনকে হস্তান্তর করে। রাত সাড়ে ৯টার দিকে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে তলুইগাছা ক্যাম্পের সুবেদার আবুল কাশেম একটি সাধারণ ডায়েরী করে।
সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, আটক বাংলাদেশী নাগরিকরা গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করেন। রাত সাড়ে ৯টায় তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
হস্তান্তরকৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাজেদ কারিকরের ছেলে নিয়ামত আলী কারিকর(৫১), তার স্ত্রী পাপিয়া বেগম(৪৬), সাতক্ষীরার পাটকেলঘাটা গ্রামের রাজু আমীরের স্ত্রী শিশ আক্তার সরবানু (২৪), তার ছেলে হাবিব মোল্লা (০৯), মেয়ে নাবিবা মোল্লা (৪ মাস), খালনা জেলার তেরখাদা উপজেলার হাড়িখালি গ্রামের আব্দুস সালামের ছেলে আবু মুছা (৩৬). তার স্ত্রী অঅফরোজা মোল্লা (২৮), তাদের মেয়ে রুকাইয়া খাতুন (৫), ভারতীয় নাগরিক বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পোয়াখালি গ্রামের আশরাফ মিঞ্রার স্ত্রী মোসলেমা খাতুন (ভারতে জন্ম) ও তাদের ছেলে আনারিয়া (০১)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ১০জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের ঠিকানা যাঁচাই করে বৃহষ্পতিবার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।