সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মৌমি কুইন সাথী
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার আগামী নির্বাচনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মৌমি কুইন সাথী দুর্গাপূজা উপলক্ষে শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির, ঋষিপাড়া মন্দির, ঝুটিতলা মন্দির ও নারকেল মন্দির পরিদর্শণ করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, নারী-পুরুষ ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এবিষয়ে মৌমি কুইন সাথী জানান, শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আমি চাই, সাতক্ষীরা পৌর এলাকা শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের মডেল হোক। আগামী নির্বাচনে সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা আছে। যদি নির্বাচনে অংশ গ্রহণ করে নির্বাচিত হতে পারি তবে নারী, শিশু, বয়স্কসহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করব।
তিনি আরও বলেন, এলাকার বিভিন্ন পূজা মনইর কমিটির নেতৃবৃন্দের সাথে থেকে একযোগে কাজ করার এবং সমন্বয় করে শারদীয়া উৎসবকে সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা তার উদ্যোগকে প্রশংসা করেন। তারা জানান, মৌমি কুইন সাথীর এ ধরনের কার্যক্রম এলাকায় শান্তি, সৌহার্দ্য ও সম্প্রতির বার্তা দেয়। তারা আশা প্রকাশ করেন, তিনি জনগণের আস্থা অর্জন করে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পূজার এই আনন্দময় সময়ে মৌমি কুইন সাথী সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং দোয়া করেছেন যেন উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।