অপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের গোবিন্দপুরে ঘর ভাংচুর করে জমি দখল

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে পৈতৃক সম্পত্তি জবরদখল ও ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধরার দুপুরে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার জিরনগাছা গবিন্দপুর গ্রামে গত ২০ সেপ্টেম্বর এঘটনা ঘটে।

ভক্তভোগী গোবিন্দপুর গ্রামের মৃত শহর আলী মেম্বারের ছেলে মোহিউদ্দীন তরফদার (৬২) তাঁর পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ করেছেন একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন, উপজেলার শ্রীকলা এলাকার আবু বক্কর সরদারের ছেলে আব্দুল গফ্ফর, আব্দুস সাদেকেরে ছেলে আবু রায়হান, রশিদ সরদারের ছেলে রাসেল, তার মা রওশানরা খানম।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি আদালতে যাওয়ায় আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গফ্ফররা দলবল নিয়ে জমিতে প্রবেশ করে একটি ঘর ভেঙে ফেলে এবং জোরপূর্বক প্রাচীর তুলে জমি দখল করে নেয়।

মহিউদ্দীন তরফদার দাবি করেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা, শাবল, হাতুড়ি ও লাঠি নিয়ে তাঁদের দিকে তেড়ে আসে। এতে তাঁরা প্রাণভয়ে সরে দাঁড়ান। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *