কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে লাইসেন্সবিহীন ২ বীজ বিক্রেতাকে জরিমানা
মেহেদী সোহাগ, কলারোয়া: কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে মোবাইল কোর্টের অভিযানে লাইসেন্স ছাড়াই বীজ বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এসময় কবির এন্টারপ্রাইজ এবং শাওন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জিয়াউল হক ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার নাজমুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের মানসম্মত ও অনুমোদিত বীজ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।