অনলাইনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলাসারাবাংলাস্বাস্থ্য

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে শপথ বাক্য পাঠ করেছেন সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজে “মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক সেমিনারে এই শপথ বাক্য পাঠ করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান শহীদ প্রমুখ।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য অভিশাপ। এটি শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও রাষ্ট্রকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। নতুন প্রজন্মকে মাদকের কুফল থেকে রক্ষা করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীরা এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

এ সময় বক্তারা অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *