কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি বাবুর পদত্যাগ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান বাবু পদত্যাগ করেছেন। বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সভাপতি বরাবর তিনি সোমবার (২৩ সেপ্টেম্বর ) লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করেন।
পদত্যাগপত্রে মেহেদী হাসান বাবু উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে আসন্ন ইউনিয়ন কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ার কারণে দলীয় শৃঙ্খলা ও নিয়ম-নীতি মেনে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি।
তিনি তার পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন, দলীয় পদ থেকে অব্যাহতি নিয়ে আমি ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করবো। এ কারণে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।