কলারোয়ায় ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মেহেদী সোহাগ, কলারোয়া: কলারোয়া সরকারী জি,কে,এম, পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, আরো উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, প্রধান শিক্ষক মোঃ আখতার আসাদুজ্জামান চান্দু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হুমায়ুন কবির, কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সাধারন সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, জাহিদুর রহমান খান চৌধুরী, মোঃ আলতাফ হোসেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন। ফুটবল (বালক) ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল বনাম কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে ও কাবাডি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা। হ্যান্ডবলে (বালক) চ্যাম্পিয়ান হয়েছে কলারোয়া সরকারি জি, কে,এম,কে পাইলট হাইস্কুল ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে কয়লা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার বালিকাদের সকল খেলা এবং বিকেলে ফুটবলের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খেলা গুলি পরিচালনা করেন আঃ মান্নান, আঃ গফুর, মাহফুজা খানম, শেখ সেলিম, মোঃ তজিবুর রহমান, রেফারী সাজেদুল করিম তপু,মোঃ মোশাররফ হোসেন, আঃ মাজেদ,স্বপন চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।