অনলাইনআইন আদালতকলারোয়াধর্মসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরা সীমান্ত এলাকার ৪৮টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তায় চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

গাজী হাবিব: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার ৪৮টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি)। এরই মধ্যে মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা, প্রতিমা নির্মাণ ও নানা আয়োজনের প্রস্তুতি, যা ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

২১ সেপ্টেম্বর যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। শুভেচ্ছা হিসেবে নগদ অর্থ ও মিষ্টি প্রদানও করা হয়।

সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে বিজিবির আওতাধীন ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৪৮টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে- পদ্মশাখরা এলাকায় ২টি, ভোমরা এলাকায় ১টি, গাজীপুর এলাকায় ৬টি, ঘোনা এলাকায় ৩টি, বাঁকাল এলাকায় ৪টি,

বৈকারী এলাকায় ১টি, কুশখালী এলাকায় ৩টি, তলুইগাছা এলাকায় ২টি, কাকডাঙ্গা এলাকায় ৪টি, ঝাউডাঙ্গা এলাকায় ১৫টি, মাদরা এলাকায় ১টি, হিজলদী এলাকায় ২টি এবং চান্দুরিয়া এলাকায় ২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

বিজিবি জানিয়েছে, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল চালানো হচ্ছে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের তৎপরতা ঠেকাতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য বিজিবির পক্ষ থেকে বিশেষ মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

এদিকে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ। চলছে সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনের প্রস্তুতি। স্থানীয়রা আশা করছেন, এ বছর শারদীয় দুর্গোৎসব হবে নিরাপদ, আনন্দময় ও সৌহার্দ্যমণ্ডিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *