কালিগঞ্জজীবনযাপনধর্মসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার প্রিন্স শীল পিন্টু: মৃৎশিল্পে সারাদেশে ছড়াচ্ছেন সুনাম

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের মৃৎশিল্পী প্রিন্স শীল পিন্টু তার শিল্পকর্ম দিয়ে সারা দেশে পরিচিতি লাভ করেছেন। উপজেলার কুশুলিয়া গ্ৰামের পূর্ণচরণ শীলের ছেলে প্রিন্স শীল পিন্টু দীর্ঘদিন ধরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চলের নানা জেলায় প্রতিমা ও ভাস্কর্য নির্মাণ করে মানুষের মন জয় করে আসছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়,পারিবারিক ও সহশিল্পীরা জানান, প্রিন্স শীল পিন্টু বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার প্রতিমা তৈরি করে লাখো মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তবে তিনি কেবল প্রতিমা নির্মাণেই সীমাবদ্ধ নন-পার্ক, উদ্যান, পর্যটন এলাকা ও বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতেও তৈরি করছেন নানা ভাস্কর্য। তার হাতে ফুটে ওঠে হাতি, ঘোড়া, বানর, হনুমান, জিরাফ, জেব্রা, লক্ষ্মীপেঁচাসহ অসংখ্য সৃজনশীল শিল্পকর্ম।

প্রতি বছরের মতো এবছরও শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে তিনি ব্যস্ত সময় পার করছেন। এ বছর তিনি পাঁচটি দুর্গা প্রতিমা তৈরি করছেন যথাক্রমে,সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ আড়পাঙ্গাসিয়া মিস্ত্রি বাড়ি, খুলনা জেলার চুকনগর নিমতলা মহাশ্মশান, ফরিদপুর জেলার বোয়ালমারী কেন্দ্র মন্দির, সুনামগঞ্জ জেলা সদর ও মৌলভীবাজার জেলা সদরে।

এছাড়া তার সার্বিক সহযোগিতায় আরও দুটি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে বরিশাল সদর পাষাণ মাহী কালী মন্দির ও সাতক্ষীরার মুন্সিগঞ্জ কুলতলী মন্দিরে আকর্ষণীয় ইলেকট্রিক্যাল চলোমান প্রতিমার কাজ করছেন। তার কাজে সহায়তা করছেন আরও ছয়জন সহযোগী মৃৎশিল্পী।

প্রিন্স শীল পিন্টুর শিল্পকর্ম শুধু সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনাতেই নয়, বরং দেশব্যাপী সাংস্কৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্য বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *