কালিগঞ্জখেলাধূলাশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর ও নলতা মাধ্যমিক বিদ্যালয়

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পরিষদ মাঠে সোমবার (২২ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত হয়েছে ৫২তম জাতীয় স্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলা। দিনব্যাপী এই প্রতিযোগিতায় দুটি বিভাগে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও নলতা মাধ্যমিক বিদ্যালয়।

সকালের খেলায় নলতা মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে কাজী আলাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। বিকেলে অনুষ্ঠিত ফাইনালে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ২-০ গোলে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

আগামী ২৪ সেপ্টেম্বর একই মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নলতা মাধ্যমিক বিদ্যালয় ও রতনপুর মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল। সেমিফাইনালের বিজয়ীরা ২৫ সেপ্টেম্বর ফাইনালে লড়াই করবে।

ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বিশেষ অতিথি থাকবেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন।

দিনব্যাপী খেলার বিভিন্ন মুহূর্ত দর্শকদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *