সাতক্ষীরা সিটি কলেজে নবীন শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মতবিনিময় সভায় কলেজ ছাত্রদলের সভাপতি এস এম হেদায়েত কবীর হৃদয় বলেন, শিক্ষার্থীরা এ দেশের প্রাণশক্তি। তাদের অধিকার, ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষায় ছাত্রদল সবসময় পাশে থাকবে। শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবর্তনের পথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, ছাত্রদল কোনো দলীয় স্বার্থে নয়, শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন এবং পড়ালেখার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক ও সামাজিক পরিবেশ গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ছাত্রনেতারা তাদের উদ্বেগ ও চ্যালেঞ্জ শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আজমল হোসেন সিয়াম, সহ-দপ্তর সম্পাদক ফাহিম ফয়সাল, ছাত্রী বিষয়ক সম্পাদক সামিয়া সুলতানা, সদস্য সম্পাদক মৌমিতা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ের সংগ্রামে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
সবশেষে শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং আগামীর শিক্ষাজীবনে সফলতার জন্য শুভকামনা জানানো হয়।