সাতক্ষীরায় ধানের শীষের প্রচারণায় সেতারা নাসরীন নিশির পথসভা
গাজী হাবিব: সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. রহমাতুল্লাহ পলাশের সহধর্মিণী সেতারা নাসরীন নিশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে তিনি সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় সাধারণ ভোটারদের দোরগোড়ায় গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পরে মধ্য কাটিয়া নবনূর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনি এক পথসভায় অংশ নেন।
পৌর মহিলা দল নেত্রী মৌমি কুইন সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সেতারা নাসরীন নিশি বলেন, “দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে দেশে প্রকৃত কোনো নির্বাচন হয়নি। যা হয়েছে তা ছিল লোক দেখানো। আগামী ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি প্রক্রিয়া নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। জনগণের পাশে থেকে আমরা দেশকে সত্যিকারের গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চাই। এজন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বিগত সরকারের দুঃশাসন, দুর্নীতি, গুম-খুন ও ভোট ডাকাতির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপি সবসময় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এজন্য আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এর আগে মধ্য কাটিয়ার নবনুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৌছলে সেতারা নাসরিন নিশিকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
এসময় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পথসভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার মধ্য কাটিয়ার বিএনপিনেতা ইদ্রিস আলী, সবুজ হোসেন, আহমদ আলী, সানু, মেহেদী হাসান, নয়ন, মহিলাদলের শামসুন্নাহার, ময়না, মনোয়ারা বেগমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।