সাতক্ষীরায় বিদ্যুতের গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ডের আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় বিদ্যুতের ১৩২/ ৩৩ কেভি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১০ মিনিটের সময় গ্রিড সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে গেলে শহরের ৫টি ফিড়ারের সব কয়টিসহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। নুতন একটি ট্রান্সফরমার যথা স্থানে প্রতিস্থাপন শেষে প্রায় আড়াই ঘণ্টা পর বেলা পৌনে ২টার দিকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার বেলা ১১টার ১০ মিনিটের দিকে সাতক্ষীরা শহরের অদূরে বিনাপোতা এলাকায় স্থাপিত বিদ্যুতের ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্র্রিড সাব স্টেশনের একটি ট্রান্সফরমারে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় ১৩২/ ৩৩ কেভি পাওয়ার গ্রিড সাবস্টেশনের একটি ট্রান্সফর্মারে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন প্রাণহানি ঘটেনি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফর্মার ওভার হিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দ্রুত একটি নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন শেষে বেলা আড়াইটা নাগাদ সাতক্ষীরার ৫টি ফিডারের পাশাপাশি জেলায় নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শোয়াইব হোসেন পাওয়ার গ্রিড সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ শুরু করা হয়। বেলা আড়াইটা থেকে পর্যায়ক্রমে সব স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।