সাতক্ষীরায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা ভবন নির্মাণে আর্থিক সহায়তার আবেদন
স্টাফ রিপোর্টার: জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কলারোয়া উপজেলার গোপীনাথপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি মাদ্রাসা ভবন নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। এ ভবনে দৃষ্টি প্রতিবন্ধীরা পবিত্র কুরআন শিক্ষা, হাফিজি শিক্ষা এবং ইসলামি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
সংস্থাটি একটি স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান, যা সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা থেকে নিবন্ধিত এবং এর কার্যক্রম সারা দেশব্যাপী বিস্তৃত। বর্তমানে সংস্থার অধীনে চুয়াল্লিশটি জেলা শাখা রয়েছে। সাতক্ষীরা জেলা শাখার নামে গোপীনাথপুর এলাকায় দলিল নং এগারো শো সত্তর অনুযায়ী ৪ শতক জমি রয়েছে। সেই জমির উপরই মাদ্রাসা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবন নির্মাণে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন হলেও সংস্থার পক্ষে এ ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই সংস্থার পক্ষ থেকে ধনীগরীব নির্বিশেষে সকলের নিকট নগদ অর্থ, ইট বালু সিমেন্ট, টিনসহ যে কোনো সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর জন্য ব্যাংক হিসাব খোলা হয়েছে রূপালী ব্যাংক লিমিটেড, কর্পোরেট শাখা কদমতলা, সাতক্ষীরা শাখায়। হিসাবের শিরোনাম: জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, সাতক্ষীরা জেলা শাখা। এছাড়া নগদ, বিকাশ ও রকেট নম্বর: ০১৯১৯৩২৭৪৬৪ এর মাধ্যমে প্রেরণ করা যাবে।
আবেদনটি করেছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মাদ কবির হোসেন। তিনি এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের বরাবরও সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা বিস্তারে যেকোনো সহযোগিতা এক মহৎ উদ্যোগে রূপ নেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।