অনলাইনকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

মৌতলা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শাহাজান সিরাজ আর নেই

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শাহাজান সিরাজ ইন্তেকাল করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ দুই পুত্র সন্তান রেখে গেছেন।

মরহুম শাহাজান সিরাজ দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি ছিলেন এলাকার জনপ্রিয়, মানবিক ও নিবেদিতপ্রাণ এক জননেতা। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের জনগণ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তাঁরা শোকবার্তায় বলেন, “মোঃ শাহাজান সিরাজের মৃত্যুতে আমরা একজন অকৃত্রিম জনদরদী নেতাকে হারালাম। তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়।”

আল্লাহ তাআলা মরহুমের রূহের মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন—আমিন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ আজ আসরবাদ ঝড়ু খামার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *