আশাশুনিতে জামায়াতের চারটি পৃথক কর্মী সম্মেলন
আশাশুনি ব্যুরো: সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতের পৃথক চারটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার খাজরা,শ্রউলা,আনুলিয়া ও দরগাহপুর ইউনিয়নে একযোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর কাছারিবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য,সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা,উপজেলা সহ সেক্রেটারী আলহাজ্ব শাহ অহিদুজ্জামান শাহিন। অন্যদের মধ্যে মাওঃ মনজুরুল ইসলাম,মাওঃ আব্দুস সবুর,মাওঃ আহছান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
শ্রীউলা ইউনিয়নের বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে ইউনিয়ন আমীর মাওঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ শাহিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড.আব্দুস সোবহান মুকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস প্রমুখ।
আনুলিয়া ইউনিয়নের আনুলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে ইউনিয়ন আমীর মাওঃ হারুন অর-রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ গাজী আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার প্রমুখ। অপরদিকে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর মসজিদের দ্বিতীয় তলায় ইউনিয়ন আমীর প্রফেসর আব্দুল গনির সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ জাকির হোসের সঞ্চালনায় অনুরুপ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে শত শত কর্মীর উপস্থিতিতে কর্মী সম্মেলনস্থান কানায় কানায় পূর্ন হয়ে যায়।