অনলাইনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় মেরিট পরিবারের উদ্যোগে দশম আঞ্চলিক গণিত উৎসব

নিজস্ব প্রতিনিধি: “গণিতের ভয়, করব জয়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মেরিট শিক্ষা পরিবারের দশম আঞ্চলিক গণিত উৎসব-২০২৫। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক এই গণিত উৎসবে প্রথম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা এক ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশ নেয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গণিতভীতি দূর করতেই ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে এই গণিত উৎসব আয়োজন করা হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বর উৎসবের ফলাফল প্রকাশ করা হবে। প্রতিটি শ্রেণি থেকে উপস্থিতির ভিত্তিতে ১৫ শতাংশ শিক্ষার্থীকে মেধা ক্রম অনুসারে পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, মেরিট পরিবারের পরিচালক মো. রাসেল হোসেন রাজ, সদস্য তাপস দাস, শরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, শেখ আল মামুনসহ মেরিট পরিবারের অন্যান্য সদস্য ও বিপুল সংখ্যক অভিভাবক।

সংশ্লিষ্টরা জানান, এই গণিত উৎসব শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভীতি দূর করে আত্মবিশ্বাস গড়ে তুলবে এবং আগামী প্রজন্মকে আরও যোগ্য ও সৃজনশীল করে গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *