সাতক্ষীরায় ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক টুটুল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ বোতল ভারতীয় মদসহ শরিফুল ইসলাম ওরফে টুটুল (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হেমায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্স আলীপুর ইউনিয়নের গাংনিয়া মাহমুদপুর শুড়িকাটা এলাকায় অভিযান চালান। এসময় স্থানীয় আঃ গফুরের মুদির দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে শরিফুল ইসলাম ওরফে টুটুলকে ২ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।
আটককৃত টুটুল ওই এলাকার মৃত রইচউদ্দিন ঢালীর ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযানের কারণে স্বস্তি ফিরছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীরা আরও নিরুৎসাহিত হবে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা বলেন, “মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। সাতক্ষীরা জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”