অপরাধআইন আদালতশ্যামনগরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ নারী-পুরুষ গ্রেফতার

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে প্রায় সাত লাখ ৮০ হাজার টাকার ভারতীয় অবৈধ ঔষধ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসময় নারী-পুরুষসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আনজির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বড় ভেটখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় স্থানীয় আব্দুর রহিমের বাড়ি থেকে বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় ঔষধ ও সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য হলো- Rotarix ভ্যাকসিন ১৬০ পিস (মূল্য ১৬ হাজার টাকা), Clop-G ক্রীম ১৩৫০ পিস (মূল্য ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা), Albumin সিরাপ ৩৫ পিস (মূল্য ২ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা), Cenik-Z ট্যাবলেট ৩১১ প্যাকেট (মূল্য ৭৪ হাজার ৬৪০ টাকা), K-Bind Powder ৩৬০ প্যাকেট (মূল্য ৫৭ হাজার ২৭০ টাকা), Nimesulide ট্যাবলেট ২২০ প্যাকেট (মূল্য ৬৬ হাজার টাকা), Vasobet ইনজেকশন ৩৮০ পিস (মূল্য ১৫ হাজার ২০০ টাকা), HINEX ইনজেকশন ২০০ পিস (মূল্য ৩১ হাজার ৪০০ টাকা)।

এছাড়াও ADRENOR, DOBUCARD, Trihexyphenidyz, ARTAMIN, Imatinib Tablets, Heparin Jelly, বিভিন্ন ইনজেকশন ও চক্ষু ড্রপসহ নানা প্রকার ঔষধ জব্দ করা হয়।

সবমিলিয়ে উদ্ধারকৃত আলামতের মূল্য দাঁড়ায় ৭ লাখ ৮০ হাজার ৫৭০ টাকা। এছাড়া অভিযানে দুটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতার হন- শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের আনোয়ার মোড়লের ছেলে মোজাম্মেল মোড়ল (৫০) ও একই গ্রামের আশরাফ শেখের স্ত্রী আকলিমা খাতুন (৩৪)

ঘটনার বিষয়ে শ্যামনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (মামলা নং-১৮, তারিখ-১৯/০৯/২০২৫) রুজু করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ূন কবির মোল্লা বলেন, “সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ ঔষধ চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর। সমাজের জন্য ঝুঁকিপূর্ণ এসব ঔষধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেঁষা এলাকায় অবৈধ ঔষধ পাচার হয়ে আসছে। এতে সাধারণ মানুষ নানা প্রতারণার শিকার হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে চোরাকারবারীরা নিরুৎসাহিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *