কালিগঞ্জধর্মসাতক্ষীরা জেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নলতা ইউপি চেয়ারম্যানের সাথে পূজা কমিটির মতবিনিময়

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানের সাথে নলতা কালিমাতা মন্দির ও নলতা চৌমুহনী সার্বজনীন পূজা মন্ডপের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায় নলতা ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন নলতা কালিমাতা মন্দিরের সভাপতি হরিদাস মন্ডল, সাধারণ সম্পাদক পুরঞ্জন স্বর্ণকার, নলতা চৌমুহনী সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি ডাক্তার শঙ্কর পাল, সাধারণ সম্পাদকসহ দুই মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, নলতা কালিমাতা মন্দিরে প্রতি বছর শারদীয় দুর্গোৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। তাই নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা অপরিহার্য।

সভায় চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান আশ্বাস দিয়ে বলেন, “বিগত দিনে যেমন আপনাদের পাশে ছিলাম, তেমনি আসন্ন শারদীয় দুর্গাপূজায়ও আমার পরিষদ এবং রাজনৈতিক সহকর্মীরা আপনাদের পাশে থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় ও সার্বিক সহযোগিতায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে নলতা কালী মাতা মন্দির ও চৌমুহনী সার্বজনীন পূজা মন্ডপে প্রতিমা শিল্পীরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব, যা ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *