অনলাইনইতিহাস ঐতিহ্যকালিগঞ্জতালাধর্মসাতক্ষীরা জেলা

মসজিদ হোক সমাজ গঠনের কেন্দ্র- কালিগঞ্জ থানা জামে মসজিদে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বলেছেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়, বরং সমাজ গঠনের কেন্দ্রবিন্দুতে রূপ নিতে হবে। এখান থেকেই আমরা ন্যায়পরায়ণ, সৎ, ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি।

তিনি বলেন, মসজিদ থেকে মানুষকে শুধু ধর্মীয় দিকনির্দেশনাই নয়, বরং মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে মুক্ত হওয়ার শিক্ষাও নিতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি মসজিদের আলোকে নিজেকে গড়ে তোলে, তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর করা সম্ভব হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা সবার। তাই ধর্মীয় ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়েই শান্তি ও উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের ঐতিহ্য বহুধর্মীয় সম্প্রীতির, এটিই আমাদের শক্তি। শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা—এই তিনটি মূল ভিত্তিকে মসজিদ থেকে ছড়িয়ে দিতে পারলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের খুতবার সময় কালিগঞ্জ থানা জামে মসজিদে জেলা প্রশাসক এ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি মসজিদভিত্তিক সমাজ উন্নয়নের নানা দিক তুলে ধরে বলেন, মসজিদ হতে পারে সামাজিক শিক্ষা, নৈতিক উন্নয়ন, মানবিকতা ও শান্তির পাঠশালা। বিশেষ করে তরুণ প্রজন্মকে মসজিদে যুক্ত করলে তারা সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে।

জুম্মার নামাজ শেষে জেলা প্রশাসক মসজিদের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা জামে মসজিদের উন্নয়নকাজ ত্বরান্বিত করতে ৩ টন চাল বরাদ্দের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও মসজিদ কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ মৃধা, কালিগঞ্জ থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আজিজীসহ বিপুল সংখ্যক মুসল্লি।

জেলা প্রশাসকের এই উদ্যোগ ও বক্তব্য উপস্থিত মুসল্লিদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। তারা মনে করেন, মসজিদকে যদি সত্যিই সমাজ গঠনের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করা যায় তবে তা সামাজিক পরিবর্তনের নতুন দ্বার উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *