কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে মাদক ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে মাদক ও মানব পাচার প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী শাহ্। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। মানব পাচার একটি নৈতিক ও সামাজিক অপরাধ—এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি সদস্য আল মামুন, মাওলানা রওশন আলী, রবিউল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক নেতা নূরুজ্জামান পাড়।
সভায় ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।