কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু ৫২তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে উদ্বোধন হলো ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সিনিয়র প্রভাষক আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক কাজী সাইফুল্লাহ, সরকারি অধ্যাপক ইয়াকুব আলী, ক্রীড়া শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল এবং প্রাক্তন শিক্ষার্থী ও ব্যবসায়ী কাজী তৌহিদ হাসান।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে খেলাধুলার মাধ্যমে। তাই এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি শেখ নাজমুল হোসেন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আত্মবিশ্বাস বাড়ায়, দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে এবং আগামী দিনের জাতীয় ক্রীড়াবিদ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার ১৬টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ, দৌড় প্রতিযোগিতা, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। খেলাগুলো পরিচালনা করেন রেফারি মিজানুর রহমান, সহকারী রেফারি লালটু ইসলাম ও আব্দুর রাশেদ এবং শিক্ষক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি একে পরিণত করে প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।