অনলাইনকালিগঞ্জজীবনযাপনসাতক্ষীরা জেলাসারাবাংলাস্বাস্থ্য

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সদ্যোজাত সন্তান ইউএনও’র কোলে

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অজ্ঞাতনামা ওই নারী নিরাপদে এক নবজাতকের জন্ম দেন। মা ও সন্তান দু’জনই বর্তমানে সুস্থ আছেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল এবং সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। সেখানে ইউএনও অনুজা মণ্ডল নবজাতককে কোলে নেন। দায়িত্বশীল প্রশাসক হিসেবে নয়, একজন মমতাময়ী নারীর ভূমিকায় তিনি শিশুটিকে স্নেহে জড়িয়ে ধরেন। তার এই আচরণ হাসপাতালের সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

জানা গেছে- অজ্ঞাতনামা নারীটি যথাযথ চিকিৎসা পেয়েছেন এবং তার নবজাতকও সম্পূর্ণ সুস্থ আছে। তবে মা যেহেতু মানসিক ভারসাম্যহীন, তাই তার ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন আশ্বস্ত করেছে যে, মা ও নবজাতকের সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও অনুজা মণ্ডল বলেন, এটি প্রশাসনিক বলেন আর মানবিক বলেন- দায়িত্ব তো দায়িত্বই। বর্তমানে উভয়ে সুস্থ আছে এবং বাচ্চাটি হেলদি। গত একমাস আগে ওই নারীকে উপজেলার মৌতলা থেকে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল। নিয়মিত তার সেবা যত্ম, ঔষধ, আলট্রাসনোগ্রাম সবকিছুই করা হয়েছিল। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অবদান উল্লেখযোগ্য ছিল। নার্সরা যথেষ্ঠ পরিশ্রম করেছে। আজ ওই নারী নরম্যাল ডেলিভারীর মাধ্যমে ফুটফুটে একটা সন্তান প্রসব করেছেন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বাচ্চাটি নেওয়ার জন্য কয়েকজন আবেদন করেছেন। সবকিছু যাচাই-বাছাই শেষে বাচ্চাটি দেয়া হবে।

স্থানীয়রা জানান, এ ঘটনাটি পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের সহায়তায় মা ও শিশুটি একটি নিরাপদ ও সুরক্ষিত জীবন পাবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন নারীটির পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। একই সঙ্গে সামাজিক ও চিকিৎসাগত সহায়তা প্রদানের মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *