কালিগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ,উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশারফ হোসেন,১৭ বিজিবি খানজিয়া কোম্পানি কমান্ডার সুবেদার মো এলিস মাহমুদ,উপজেলা , উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি আবুল বাশার,মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায়, ভাড়াসিমলা পূজা মন্ডপের সভাপতি বিকাশ চন্দ্র, রায়ের হাটখোলা পূজা মন্ডপের সভাপতি ভবেশ চন্দ্র মন্ডল, সোনাতলা পূজা মন্ডপের সভাপতি গোবিন্দ মন্ডল, পারুলগাছা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অসীম রায়, জয়পত্রকাটি পূজা মন্ডপের সভাপতি পঙ্কজ বিশ্বাস, পরমানন্দকাটি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভায়া প্রমুখ।
সভায় উপজেলার ৪৯ টি পুজা মন্ডপের সভাপতি, সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন। এসময় , উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন গতবার শারদীয় দূর্গা পূজা সুন্দর হয়েছে।
এ বছরও আরো সুন্দর ভাবে পূজা উদযাপন হবে, প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা, পূজা মন্ডপ নিরাপত্তায় স্বেচ্ছাসেবক রাখা পুজাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা, বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা রাখা, পূজা মন্ডপের পাশে দর্শনীয় স্থানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস সহ গুরুত্বপূর্ণ মোবাইল নম্বরগুলি লিখে রাখতে হবে। সিসি ক্যামেরার আওতায় পূজা মন্ডপ বিষয়টি লেখা থাকবে। নামাজের সময়সূচী অনুযায়ী সাউন্ড বক্স মাইক বাজানো বিষয়ে সতর্ক থাকা যাতে অন্য কোন ধর্মের অনুভূতিতে আঘাত না লাগে, ডিজে পার্টি সহস্থানীয় একটি মদের দোকান পুজোর দিনগুলি বন্ধ রাখা, পূজোর দিনগুলি ও বিসর্জনের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্রতা রাখা নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যানজট নিরসনে সতর্ক থাকা পূজার সময়ে সার্বক্ষণিকভাবে তদারকি মনিটরিং টিম গঠন করা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত দিতে হয়। উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন হবে।