সাতক্ষীরা দিবা- নৈশ কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা দিবা- নৈশ কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে । ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সৎ, দক্ষ, দেশ প্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় কলেজের একাদশ শ্রেণীর ভর্তীকৃত নবীন শিক্ষার্থীদের। অনুষ্ঠানকে কেন্দ্র্র করেই মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান ক্যাম্পাস।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান। কলেজের শিক্ষক তৈয়ব হাসান বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক মোস্তাক আহমদ, প্রদ্যুত কুমার বিশ্বাস, প্রদীপ কুমার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের অধ্যক্ষ বলেন, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। নিজেদেরকে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তুলতে হবে। উচ্চ শিক্ষায় আরো ভালো করে দেশের কল্যাণে অবদান রাখতে হবে।