সাতক্ষীরার আবাদেরহাট বাজারে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট জামে মসজিদ ও সিরাত বাস্তবায়ন কমিটির আয়োজনে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের আবাদের হাট বাজারে এ সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা শাহাদাত হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোশাররফ হোসেন। এছাড়াও মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা সদর উপজেলা সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আফজাল হুসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দিন, মাওলানা আব্দুস সবুর, আগরদাড়ি ইউ পি চেয়ারম্যান কবির হোসেন মিলন,
আগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক আশরাফুল আলম বুলু সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ। তাঁর আদর্শ ও জীবনধারা অনুসরণেই বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে নবীর শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সীরাতের শিক্ষা গ্রহণ ছাড়া মুক্তি নেই।