পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজে নারী সমাবেশ
পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজ হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এস এম আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান।
এসময় তিনি বলেন, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে সুশিক্ষা প্রয়োজন। দক্ষতা উন্নয়নের পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিকতার গুনাবলীর চর্চা করা অত্যন্ত জরুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগমীর প্রজন্মকে দুর্নীতি মুক্ত রাস্ট্র গঠন করতে হলে বেশি বেশি নৈতিকতার চর্চা করতে হবে।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের নির্দেশনায় নারী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন কলেজের সহকারী অধ্যাপক, সিনিয়র প্রভাষক, প্রভাষকবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান। নারী সমাবেশ অনুষ্ঠানে তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, শোষণমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন।