কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম। সঞ্চালনা করেন সিনিয়র প্রভাষক আনিছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের চরিত্র গঠনের শক্তি। নিয়মিত পাঠাভ্যাস, শৃঙ্খলা ও নৈতিকতা অর্জনের মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে।

সম্মানিত অতিথি হিসেবে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও কুসংস্কারের ছোবল থেকে দূরে থাকতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠাই আমাদের প্রত্যাশা।

বিশেষ অতিথির বক্তব্যে কুশুলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, শিক্ষার আলো ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে।

এ সময় সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক কাজী সাইফুল্লাহ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কাজী তৌহিদ হাসানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *