কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬১৮ জন উপকারভোগীর মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর বাজার সংলগ্ন মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রতি প্যাকেজে মাত্র ৫৪০ টাকায় সাধারণ মানুষ পেয়েছেন চাউল,সয়াবিন তেল, ডাল, চিনি, ছোলাসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বল্প আয়ে জীবনযাপনকারী মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন টিসিবির পণ্য ডিলার মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবুবক্কার সিদ্দিকী।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, সরকারের এ উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেখানে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেখানে টিসিবির এই কার্যক্রম তাদের সংসারের ব্যয় অনেকটা কমিয়ে দিয়েছে। তারা আরও বলেন, এই কার্যক্রম নিয়মিত ও আরও ব্যাপক পরিসরে চালু হলে গ্রামের সাধারণ মানুষ খাদ্য সংকট থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।সচেতন মহলের মতে, টিসিবির এ উদ্যোগ শুধু দ্রব্যমূল্যের চাপ কমায়নি, পাশাপাশি মানুষের মধ্যে একধরনের নিরাপত্তা ও আস্থার পরিবেশও তৈরি করেছে। তাই তারা মনে করেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *