সাতক্ষীরার সঙ্গীতা মোড় হতে ১৭ বোতল ফেন্সিডিলসহ শিমুলিয়ার রশিদ আটক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১৭ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আব্দুর রশিদ (৪৪)। তিনি দেবহাটা থানার শিমুলিয়া গ্রামের মৃত নুর আহাদের ছেলে। শনিবার রাতে শহরের সঙ্গীতা সিনেমা হলের পাশ্ববর্তী মাস্টার পরিবহনের সামনে থেকে তাকে করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক আলী মন্ডল সঙ্গীয় এএসআই সোহেল মোল্লা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাস্টার পরিবহনের সামনে থেকে উক্ত ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার দখল হতে উক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।