অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিকসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর

গাজী হাবিব: ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাঁদের হস্তান্তর করা হয়। তাঁদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাঁদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর থানার ঘোষালপুর গ্রামের মোঃ হচেন গাজীর ছেলে মোঃ মাহফুজ গাজী (২৯), রাঙ্গামাটির লংগদু থানার রসুলপুর গ্রামের মোঃ সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম (৪৬) ও মোঃ ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন (১৬)। বাগেরহাটের চিতলমারী থানার শৈলদাহ গ্রামের ভীষন নাথ বৈদ্যের ছেলে রিতা বৈদ্য (২৭) ও তরুন বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (১২), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মোঃ আলী আকবরের ছেলে মোঃ আলী আশিক স্বাধীন (২৫), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব (৪৫), চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল (৩৪), সোলান কান্তি দেবের মেয়ে লক্ষী দেব (০৮) এবং সোলান কান্তি দেবের মেয়ে হারী প্রেম (০৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *