সাতক্ষীরায় গত এক সপ্তাহে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও ৭০ লক্ষ টাকার পন্য জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ক সপ্তাহে (০৫ সেপ্টেম্বর হতে ১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পন্য জব্দ করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক পৃথক সময়ে ১ হাজার পিস Sildenafil ট্যাবলেট, ৭৪ বোতল ভারতীয় মদ এবং ১৮ বোতল ভারতীয় ORS-E Electrolyte Drink এবং ৫১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও পাঞ্জাবি এবং ১১ লাখ ৪২ হাজার ১০০ টাকা মূল্যের দুধ, পাতার বিড়ি, ইমিটেশনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব ভারতীয় মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) করা শেষে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা করা হয়েছে।
৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক জানান- দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করার অংশ হিসেবে বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা জনস্বার্থে পরিচালিত এ অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।