অনলাইনঅপরাধআইন আদালতজীবনযাপনশ্যামনগরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মহেন্দ্রসিলে মৎস্য আড়ত এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ী জরিমানা।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আটুলিয়ার মহেন্দ্রসিলে এলাকা থেকে চিংড়িতে অপদ্রব্য পুশের সময় ৬৫ কেজি চিংড়ি জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এসময় অপদ্রব্য পুশের সাথে জড়িত ইছহাক আলীকে আটকের পাশাপাশি ইনজেকশনের সিরিঞ্জ ও জেলি জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান ঘটনাস্থলে পৌছে আটক ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন।

গোয়েন্দা সংস্থার সার্জেন্ট , আল মামুন জানান দীর্ঘদিন ধরে ইছাহাক আলী স্থানীয় নারী শ্রমিকদের কাজে লাগিয়ে চিংড়িতে জেলিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করছিল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার তিনি ইছাহাক আলীকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে জানানোর পর ঘটনাস্থলে পৌছে অপরাধের সাথে জড়িত ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন। এসময় তিন মাছের মধ্যে পুশকৃত প্রায় ৬৫ কেজি মাছ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *