অনলাইনকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-সাবেক এমপি কাজী আলাউদ্দীন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় অত্র ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আহছানউল্লাহ তরফদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।

বক্তব্যে তিনি বলেন দলকে সংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনে প্রাণের প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। ভেদাভেদ ভূলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এবং দল আমাকে মনোনয়ন দিলে আশাশুনী ও কালিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সা্ংগঠনিক সম্পাদক পদেপ্রার্থী এম হাফিজুর রহমান শিমুল, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী নুরুজ্জামান পাড়, কৃষ্ণগর বিএনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্ট, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, বিএনপি নেতা আব্দুস সাত্তার গাজী, জাসাস এর উপজেলা সভাপতি মুরশীদ আলী গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী শরিফুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বাবলুর রহমান সরদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মেহেদী হাসান বাবু, সেক্রেটারী প্রার্থী আজিজুর রহমান খান ও সা্ংগঠনিক সম্পাদক পদপ্রার্থী তৈমুর রহমান।

সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *