অনলাইনকালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সততার চর্চা বাড়াতে উদ্বোধন হলো ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘সততা স্টোর’। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন, কালিগঞ্জ থানা সিনিয়র উপ-পরিদর্শক মোহাম্মদ মাহবুব হাসান, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি অনুজা মন্ডল বলেন, শিক্ষার্থীরা হলো জাতির চালিকাশক্তি। সততা ও মূল্যবোধে গড়ে উঠা প্রজন্মই আগামীর নেতৃত্ব দেবে। সততা স্টোর শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ, দায়িত্বশীলতা ও সৎ থাকার অভ্যাস গড়ে তুলবে।

বিশেষ অতিথি অমিত কুমার বিশ্বাস জানান, সততা স্টোর শুধু দোকান নয়, এটি শিক্ষার্থীদের চরিত্র গঠনের এক অনন্য ক্ষেত্র। এখান থেকে তারা বুঝতে পারবে সততাই জীবনের সবচেয়ে বড় সম্পদ।

শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন বলেন, এটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ভিন্নধর্মী উদ্যোগ, যা শিক্ষার্থীদের চারিত্রিক উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান বলেন, দুর্নীতি রোধ করতে হলে নতুন প্রজন্মকে সততার পথে উদ্বুদ্ধ করতে হবে। সততা স্টোর সেই প্রয়াসেরই অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *