কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় ইদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে ঈদে মিলাদুন্নবি (সঃ) উদযাপন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে ঈদে মিলাদুন্নবি (সঃ) উদযাপন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলনা শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ (পলাশ)।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য শেখ সাইফুল বারী সফু, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শামসুর রহমান, সদস্য মাওলানা কুতুবউদ্দিন। উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, সাবেক মেম্বর খায়রুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব গোলাম মাহমুদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলনা শেখ শফিউল্লাহ।