অপরাধইতিহাস ঐতিহ্যশ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারকালে ২ জেলে আটক, ৩ নৌকা জব্দ

ইসমাইল হোসেন, শ্যামনগর: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে দুই জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের ব্যবহৃত তিনটি নৌকা ও জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম-১ এর সদস্যরা দোবেঁকী এলাকার মুক্ত বাংলার খালে অভিযান চালায়। এ সময় কয়েকজন জেলে নৌকা ফেলে বনের ভেতরে পালিয়ে গেলেও দুজনকে আটক করতে সক্ষম হয় টিমটি।

আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত নওশেদ গাজীর ছেলে নওয়াব আলী গাজী (৫০) এবং খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে আবুল কাশেম (৫৫)।

এ সময় তাদের ব্যবহৃত তিনটি নৌকা, ভেসালি জাল, খালপাটা, কলজালসহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, কিছু অসাধু জেলে অভয়ারণ্যে ঢুকে মাছ ধরছিল। বিষয়টি বুঝতে পেরে অভিযান চালানো হয়। তিনটি নৌকাসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *