অপরাধকালিগঞ্জধর্মসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে মন্দিরের জমি দখল করে মার্কেট নির্মাণ, থানায় অভিযোগ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে মন্দিরের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে জনরোষ এড়াতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

থানা ও স্থানীয় সূত্র জানায়, কৃষ্ণনগর গ্রামের মৃত এছাম উদ্দীন তরফদারের ছেলে সামছুর রহমান তরফদার (৫৫) থানায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০০০ সালের ২৯ আগস্ট শ্যামল কুমার ঘোষ ৫৫৩ নং খতিয়ানভুক্ত ৩ শতক জমি সার্বজনীন দামুদর মন্দিরের অনুকূলে দানপত্র করেন। পরে শ্যামল কুমার ঘোষের নিকট থেকে সামছুর রহমান ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর ৫৩৩৫ নং রেজিস্ট্রি কোবলামূলে মোট ৬ শতক জমি ক্রয় করেন। কিন্তু ওই জমি দীর্ঘদিন ধরে রওশন আলী কাগুচি, হাফিজুল গাজী ও আলী আকবর দখলের চেষ্টা চালিয়ে আসছিল।

এ ঘটনায় সামছুর রহমান আদালতে দেওয়ানি মামলা (নং-৪০৯/২৪) দায়ের করলে আদালত বিবাদীদের সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে গত ৫-৭ সেপ্টেম্বর তারা সেখানে জোরপূর্বক মাটি কেটে পাকা ভবন নির্মাণ শুরু করে এবং নির্মাণসামগ্রী মজুদ করে। বাঁধা দিতে গেলে ভুক্তভোগীদের হুমকি ও গালিগালাজের শিকার হতে হয়।

সামছুর রহমান সাংবাদিকদের বলেন, “আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও বিবাদীরা জমি দখলের চেষ্টা করছে। এতে আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

অন্যদিকে অভিযুক্ত পক্ষের হাফিজুর ইসলাম দাবি করেন, “আমরা মৃত পাঁচকড়ি ঘোষের ছেলে অমল ঘোষের নিকট থেকে বৈধভাবে রেজিস্ট্রি মূলে জমি ক্রয় করেছি। এটি মন্দিরের জায়গা নয়। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস সরেজমিনে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *