শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে এলজিইডি’র সাবেক সার্ভেয়ারের মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের অতি পরিচিত সদা হাস্যজ্জল এলজিইডি’র সাবেক সার্ভেয়ার মো: আলতাফ হোসেন স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকালে সাতক্ষীরা সিবি হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলজিইডি অফিস সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন শ্যামনগরে এলজিইডি’র সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ৩০ বছরের চাকরি জীবন শেষ করে ২০২২ সালে তিনি অবসর গ্রহণ করেন। সাদা মনের এই মানুষটি সঙ্গীত প্রেমী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। মৃত্যুর সময় এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো: আলতাফ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *