কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান
মাসুদ পারভেজ ও তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান এবং নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সাফু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।
অনুষ্ঠানে বিদায়ী ওসি মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং নবাগত ওসি মোঃ মিজানুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. আহাম্মদ উল্লাহ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জিএম শামসুর রহমান, রেডিও নলতা স্টেশন ম্যানেজার মামুন হুসাইন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর আলম, সাংবাদিক গোলাম রব্বানী, ইশারাত আলী, শিমুল হোসেন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আল নূর আহমেদ ইমন, ফজলুর রহমান, সোলায়মান মামুন, সাগর হোসেন, তাপস কুমার ঘোষ, নুরুজ্জামান প্রমুখ।
বিদায়ী ওসি মোঃ হাফিজুর রহমান গত বছরের ৫ আগস্ট কালিগঞ্জ থানায় যোগদান করে প্রায় দশ মাস দায়িত্ব পালন করেন। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে নতুন কর্মস্থলে যোগ দেবেন। অন্যদিকে নবাগত ওসি মোঃ মিজানুর রহমান শ্যামনগর থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে কালিগঞ্জ থানায় দায়িত্ব গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তাকেই প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। নবাগত ওসি মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।