কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানের যোগদান
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ : কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। তিনি পার্শ্ববর্তী শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসাবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে নবাগত অফিসার ইনচার্জ বিদায়ি অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ এর নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেন।
জানাগেছে, জনস্বার্থে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে উভয়কেই পদায়ন করা হয়।
বিদায়ি অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমানকে সাতক্ষীরা পুলিশ লাইনওয়ার নেওয়া হয়েছে।

