কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প: ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস টেস্টে শতাধিক মানুষের সেবা গ্রহণ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর ও শ্রীরামপুর যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস টেস্ট অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে এলাকার শতাধিক অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে.এস. যুব সংঘের কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান)।
প্রধান অতিথি ছিলেন কে.এস. যুব সংঘের কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম সরদার, বিএনপি বিষ্ণুপুর ইউনিয়নের আসন্ন দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২৫-এর সভাপতি প্রার্থী আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদ মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী শেখ মহিউদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাসিন রেজা মুন্না, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ নূরউদ্দীন, সেক্রেটারি বাবর আলী মোড়ল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোবারেক হোসেন, ডা. আমাজেদ হোসেন, ডা. মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কে.এস. যুব সংঘের সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক শিমুল হোসেন, প্রচার সম্পাদক মো. লিটন গাজী, সহ-প্রচার সম্পাদক মো. তামিম ইকবাল, ছাত্র বিষয়ক সম্পাদক মো. তারিক আজিজ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শ্রী শিমুল দেবনাথ, প্রশাসনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু এবং আরও অনেকে।
বক্তারা বলেন, গ্রামীণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে যুব সমাজের এই উদ্যোগ প্রশংসনীয়। তরুণ প্রজন্ম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমটি আয়োজন করে কে.এস. যুব সংঘ এবং সহযোগিতা করে বন্ধন হাসপাতাল।